.webp&w=3840&q=75)
বর্তমান যুগ বিজ্ঞান ও প্রযুক্তির যুগ । যুগের সাথে তাল মিলিয়ে আমাদের জীবনে যেমন এসেছে আধুনিকতার জোয়ার , ঠিক একইভাবে বেড়েছে প্রযুক্তি নির্ভরতা । আমাদের জীবনের প্রতিটা কাজের জন্যই আমরা প্রযুক্তি তথা স্মার্ট গেজেট নির্ভর হচ্ছি । ঠিক তেমনই একটা স্মার্ট ডিভাইস হচ্ছে স্মার্টওয়াচ যেটার জনপ্রিয়তা সময়ের সাথে সাথে দিন দিন বেড়েই চলেছে । আকারে ছোট , পরিধানযোগ্য এবং একই সাথে বহুমুখী হওয়াতে এই ডিভাইসটি বর্তমান যুগের মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়েছে ।বাজারে অনেক ধরনের এবং প্রাইসের স্মার্টওয়াচ পাওয়া যায় । নতুন প্রজন্মের পাশাপাশি যারা বয়স্ক বা মাঝ বয়সি আছেন তাদের মধ্যেও ডিভাইসটি সমানভাবে জনপ্রিয় । আজকে আমরা এই আলোড়ন সৃষ্টিকারী বহুমুখী ডিভাইসের বিভিন্ন ব্যবহার সম্পর্কে জানব ।
বাজারে অনেক ধরনের লাক্সারি ওয়াচ কিংবা ভালো মানের ওয়াচ রয়েছে যেগুলো অনেকেরই সাধ্যের বাইরে । আবার বাজেট কমের যে ওয়াচগুলো রয়েছে সেগুলো আবার দীর্ঘদিন ব্যবহার উপযোগী নয় । তবে আপনি যদি স্মার্টওয়াচ ব্যবহার করেন তাহলে এই অসুবিধা আপনাকে পোহাতে হবে না। কেননা আপনার বাজেট যদি ৩০০০ হাজারের মধ্যে হয়ে থাকে তাহলেই আপনি বেশ ভালো মানের একটা স্মার্টওয়াচ নিজের জন্য কিনে নিতে পারবেন। যেগুলো আপনাকে প্রয়োজনীয় ফিচার্স এর পাশাপাশি আপনার লুক কেও আকর্ষনীয় করে তুলবে । বর্তমান যে কোম্পানীগুলো স্মার্টওয়াচ ম্যানুফ্যাকচার করে, প্রতিটা কোম্পানী তাদের বাজেট , ফিচার্স এবং কম্পিটিটরদের সাথে তুলনা করে সে অনুযায়ী তাদের ওয়াচগুলো সেরা করতে নিত্য নতুন ফিচার্স যুক্ত করে থাক। সেই সাথে লুকের ক্ষেত্রেও বর্তমান প্রজন্মের পছন্দ বিবেচনা করে সে অনুযায়ী ওয়াচ ম্যানুফ্যাকচার এবং বাজারজাতকরন করে থাকে । তবে প্রাইজ বাড়ার সাথে সাথে ওয়াচ এর কোয়ালিটি এবং আরোও বেশি অত্যাধুনিক ফিচার্স যুক্ত ওয়াচ পারচেজ করতে পারবেন । যেগুলো একসাথে যুগোপযোগী এবং স্টাইলিশ।

স্মার্টওয়াচ গুলোতে এমন সব ফিচার্স যুক্ত থাকে যার ফলে আপনি চাইলে সহজেই আপনার স্বাস্থ্যের খেয়াল রাখতে পারবেন । আপনি প্রতিদিন কতটুকু হাঁটছেন , কতটুকু খাবার শারীরিক কসরত করছেন, কতটুকু ক্যালোরি ঝরিয়েছেন , তা সব কিছুই মনিটরিং করতে পারবেন এই স্মার্টওয়াচের মাধ্যমে । একই সাথে স্মার্টওয়াচের মাধ্যমে আপনি আপনার হার্টরেট, ব্লাড-প্রেশার, ব্লাড অক্সিজেন , কতটুকু ঘুমিয়েছেন, এমনকি ইমোশন মাপতে পারবেন । তবে এসকল ফিচার্সযুক্ত ওয়াচ কেনার ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি এবং ভালো মানের এবং ভালো ব্র্যান্ডের অফিশিয়াল ওয়াচ কেনা জরুরি । কেননা কিছুটা প্রাইস সেভ করতে যেয়ে নিম্নমানের ওয়াচ কিনে ফেললে সেটা আপনাকে ভুল ডাটা দিতে পারে। এর কারন হলো নিম্নমানের ওয়াচগুলোতে যে ধরনের সেন্সর ব্যাবহার করা হয় , তা বেশির ভাগ সময়েয় ভুল তথ্য দিয়ে থাকে । তাই একজন ভোক্তা হিসাবে আপনার এই বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকা জরুরি ।

বাজারে এখন যে ধরনের স্মার্টওয়াচ পাওয়া যায় সেগুলোর অধিকাংশতেই জি.পি.এস ট্রাকার যুক্ত থাকে। যার ফলে আপনি যদি একজন স্মার্টওয়াচ ইউজার হয়ে থাকেন, অচেনা জায়গাতেও সঠিকভাবে পৌছাতে বা রাস্তা খুজে পেতে এই ছোট্ট ডিভাইস টি আপনাকে সাহায্য করবে।

প্রতিদিনের কাজে আমাদের অনেক বেশি মোবাইল ব্যবহার করতে হয়। তবে এমন কিছু সিচ্যুয়েশন থাকে যেখানে মোবাইল ব্যবহার করা কষ্টসাধ্য । ধরুন আপনি ভিড়ের মধ্যে রাস্তা দিয়ে হাঁটছেন অথবা বাইক রাইড করছেন এমন সময়ে আপনার একটা জরুরি কল এলো। এমন পরিস্থিতিতে মোবাইল বের করে কল রিভিস করা যেমন ঝামেলার ঠিক একই ভাবে ঝুঁকিপূর্ণও বটে । এমন পরিস্থিতে স্মার্টওয়াচ আপনার সমস্যা সমাধান এর চাবিকাঠি হতে পারে। আপনার স্মার্টওয়াচটি যদি আপনার মোবাইলে কানেক্ট করা থাকে তাহলে আপনি আপনার ওয়াচের মাধ্যমেই প্রয়োজনীয় কল রিসিভ, ম্যাসেজ, কল লিস্ট বা সোশ্যাল মিডিয়ার নটিফিকেশন চেক করতে পারবেন । একই সাথে গান শোনা, গান চেঞ্জ বা মোবাইলের মত স্মার্টওয়াচের মাধ্যমে গেম খেলে আপনার সময় কাটাতে পারবেন । যা আপনার মোবাইল নির্ভরতা কমাতে সাহায্য করবে ।

আপনি যদি স্বাস্থ্য সচেতন হয়ে থাকেন এবং আপনার ডেইলি লাইফের যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসতে চান তাহলে স্মার্টওয়াচ এ ক্ষেত্রে আপনাকে অনেকটাই সাহায্য করবে। স্মার্টওয়াচের ফিচার্স ব্যবহার করে আপনি সহজেই আপনার ডেইলি লাইফের রুটিন বানিয়ে নিতে পারবেন এবং সে অনূযায়ী নিজের পরিবর্তনে কাজ করে যেতে পারেন । স্মার্টওয়াচের মাধ্যমে আপনি কতটুকু হাঁটছেন । কতটুকু ঘুমাচ্ছেন, কতটুকু ক্যালোরি বার্ন হচ্ছে সব কিছু হিসাব রাখতে পারবেন । এমনকি স্মার্টওয়াচ এর ভিন্ন ভিন্ন স্পোর্টস মুড থেকে আপনি ভিন্ন ভিন্ন ধরনের ব্যায়াম করতে পারবেন যা আপনার জীবনকে আরোও বেশি সহজ , সমৃদ্ধ এবং এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।

আমরা অনেক সময়ে আমাদের মোবাইল কোথায় রেখেছি তা ভুলে যাই বা খুঁজে পাই না । এক্ষেত্রেও আপনাকে স্মার্টওয়াচ সাহায্য করতে পারে । আপনার মোবাইল যদি আপনার স্মার্টওয়াচে কানেক্ট করা থাকে তাহলে Find My Phone এই ফিচার্স ব্যবহার করে সহজেই আপনার মোবাইল খুঁজে পেতে পারেন।
স্মার্টওয়াচ যেমন আমাদের জীবনকে সহজ করেছে ঠিক একই ভাবে এর ধারাবাহিকতা বজায় রাখতে আমাদের নিজেদেরও কিছুটা সতর্ক থাকা জরুরি । পছন্দের স্মার্টওয়াচটিকে ভালো রাখতে সময় মত চার্জ দেওয়া , ব্যাটারি বেক-আপ ঠিক আছে কি না এগুলো খেয়াল রাখা জরুরি।
উত্তরঃ সবসময়ে স্মার্টওয়াচ পরে থাকা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় তবে এটা যেহেতু একটা ইলেক্ট্রনিক ডিভাইস, তাই এটার ব্যাটারি ব্যাক-আপ এবং অন্যান্য ফিচার্স যথাযথভাবে কার্যকর রাখতে ডিভাইসটির রেস্ট দরকার তাই প্রতিদিন কিছু সময়ের জন্য হলেও ডিভাইসটি বন্ধ করে রাখা উচিৎ ।
উত্তরঃ স্মার্টওয়াচ মূলত হাতে পরার উপযোগী বহুমুখী ছোট কম্পিউটার। যেটাতে আমাদের রেগুলার লাইফের প্রয়োজন মেটাতে সক্ষম এমন ফিচার্স যুক্ত থাকে যেগুলো আমাদের প্রতিদিনের লাইফে আমাদের জন্য বেশ ইউসফুল এবং উপকারী। তাই আমারা বলতেই পারি যে , স্মার্টওয়াচ আমাদের জন্য একটা কার্যকরী ডিভাইস ।
উত্তরঃ স্মার্টওয়াচ ব্যবহারে তেমন কোন সাইড ইফেক্ট নেই তবে এটা যেহেতু একটা ইলেক্ট্রনিক ডিভাইস , তাই এটা দীর্ঘক্ষণ না পরে থাকাই ভালো ।
উত্তরঃ স্মার্টওয়াচ এ যেহেতু আমাদের প্রয়োজন মেটাতে সক্ষম এমন অনেক ফিচার্স যুক্ত থাকে , তাই যে কোন বয়সের মানুষ এটা ব্যবহার করতে পারে ।
উত্তরঃ জি স্মার্টওয়াচ পরে ঘুমানো যায় তবে এটা যেটা যেহেতু একটা ইলেক্ট্রনিক ডিভাইস তাই এটা পরে না ঘুমানোই ভালো ।
উত্তরঃ স্মার্টওয়াচ মূলত হাতে পরার উপযোগী বহুমুখী ছোট কম্পিউটার। যেটাতে আমাদের রেগুলার লাইফের প্রয়োজন মেটাতে সক্ষম এমন ফিচার্স যুক্ত থাকে যেগুলো আমাদের প্রতিদিনের লাইফে আমাদের জন্য বেশ ইউসফুল এবং উপকারী। এটা সরাসরি আমাদের জীবন রক্ষা করতে পারে না তবে এটা তার ফিচার্স এবং সুবিধা দিয়ে আমাদের জীবনের সমস্যাগুলো দূর করতে পারে ।
উত্তরঃ জি আপনি এটা প্রতিদিন পরতে পারবেন ।
উত্তরঃ জি স্মার্টওয়াচ মোবাইল ছাড়া কার্যকর তবে কলিং ফিচার্স, নটিফিকেশনসহ বর্ধিত ফিচার্স সমূহ ব্যবহার করতে চাইলে মোবাইলের সাথে কানেক্ট করতে হবে ।
উত্তরঃ স্মার্টওয়াচ এ যেহেতু আমাদের রেগুলার লাইফের প্রয়োজন মেটাতে সক্ষম এমন ফিচার্স যুক্ত থাকে যেগুলো আমাদের প্রতিদিনের লাইফে আমাদের জন্য বেশ ইউসফুল এবং উপকারী, তাই এটা ব্যবহার বন্ধ করার মত কোন যথাযথ কারন নেই ।
Motion View is the largest Eco Product importer and Distributor in Bangladesh and now holds the leading position in the ecosystem industry.
